Chocolate lyrics

Title:Chocolate
Band:Shohojia

Chocolate lyrics

চকলেট স্বাদে মন
থাকে না বেশিক্ষণ চাই আরো কিছু
মাউসের ক্লিক ক্লিক দুনিয়াটা ঝিকমিক
তুমি আমি ঝিকমিক মাউসের ক্লিক ক্লিক কিছু বুঝি না
ভালো লাগে না
কি খুঁজি না
চাই আরো কিছু আরো কিছু আরো কিছু সারাদিন সারারাত
সব লোক গালি দেয় তালি দেয় সব হাত সব মুখ সব চোখ বলে যায় সব হোক
কিছুতেই তুমি কে আমি কে বলবে না কেউ বলছে না কেউ
দেশ নেই রেশ নেই শেষ নেই তারপর ঘোড়া ছুট ছুট-ছুট ছোটে ঘোড়া কোন দেশে
কিছু মনে নেই উন্মাদ বেঁচে আছে সাইরেন বাজছে
মাথাটা ধরছে

Leave a Comment