Title: Amon Cena
Band: Ashes
এমন চেনা চিনবে লোকে
তাকানো জাবে না চোখে
এমন সুখের আনন্দের চাইতে
দুঃখ পাওভা ভালো
আঃ … আ হা হা ..
এমন মাটির বাসার চাইতে
আকাশের চিল ভালো
ছোটবেলার খেলার সাথী
বড় হয়ে বদলে গেছেচ
এমন চেনা চিনবে লোক
তাকানো জাবে না চোখ
এমন গানের লাইট এরচাইতে
বালিশ ধরে কান্না ভালো
এমন কোথা শোনার চাইতে
ধুকে ধুকে মরা ভালো
এমন চেনা চিনবে লোকে
তাকানো জাবে না চোখ
আঃ … আ হা হা ..
এমন পোরা মনের চাইতে
সুনিল-এর কবিতা ভালো
জনম ধরে কষ্টের কথা
বলতে বলতে জনম গেলো
এমন চেনা চিনবে লোকে
তাকানো যাবে না চোখে
এমন সুখের আনন্দের চাইতে
দুঃখ পাওভা ভালো
অমর একতা মনুষ হৈলো না
জে আয়াগা-গোরা জানবে আমের