Bishonnotar Gaan lyrics by Bay of Bengal
Title:Bishonnotar Gaan
Band:Bay Of Bengal
Band:Bay Of Bengal
কেউ নেই আমার পাশে
বিষন্ন দিন একা কাটে
যাই লিখি সব যেন একাকীত্বের রূপক
আমি নেই,
আলো নেই,
কিছু নেই।
কিছু কালো গোলাপের অশ্রু
ভিজিয়ে দিয়ে যায় আমায়,
আমায় কেউ দেখেনা।
রোদ ওঠেনা আমার বিষন্ন উপন্যাসে
রঙও নেই ক্যানভাসে।
আজ সবটুকু লিখে দিয়ে গেলাম আমার ধরণীকে
বিদায়ক্ষণে যা মনে আসে।
কতদিন পর লেগেছে ঝড় আমার উঠোনমনে
বিষন্নতার গান শুনিয়ে।
বৃত্তের মাঝখানে মন
সূর্যটা বৃত্তরেখায় ঘুরছে ভীষণ
হৃৎপিন্ডে জমেছে মরিচীকা।
আলো আঁধারি আসে, মেঘে ভাসে
আর গ্রাস করে চারিপাশ,
ওপাশে নিয়তি ফিঁকে হাসে।
কিছু কালো গোলাপের
শুকনো পাপড়ি নিয়ে যায় আমায়
যেথায় কেউ থাকেনা।
রোদ ওঠেনা আমার বিষন্ন উপন্যাসে
রঙও নেই ক্যানভাসে।
আজ সবটুকু লিখে দিয়ে গেলাম আমার ধরণীকে
বিদায়ক্ষণে যা মনে আসে।
কতদিন পর লেগেছে ঝড় আমার উঠোনমনে
বিষন্নতার গান শুনিয়ে।