Laal Shobujer ghran lyrics by Bay of Bengal
Title:Laal Shobujer ghran
Band:Bay Of Bengal
কোন এক সাগর বেলায়, পাথরের বুকে ফোঁটে
ভাষাহীন, কোন অমলীন নীল পদ্ম
নীরবে নিভৃতে, জলের গভীরে
ভাসে ফেলে আসা কত বসন্ত।
দূরে মাতাল ঢেউ বিছিয়ে দেয় আঁচল
দিকে দিকে ডুবে গেছে কোলাহল
এই ধরণীর বুকে, কোন অজানা কবি
বাতাসে লিখে যায়, আঁকে ছবি
এলো বাতাসে ভাসে লাল সবুজের ঘ্রাণ
শঙখচিল আর ঢেউয়ের কলতান।
এখানে সময় থামে, মেঘেদের ঢেউয়ের চূড়ায়
প্রিয় মুখ কল্পনায়, দেখার আশায়।
গভীরতা নৈঃশব্দ, নিস্তরঙ্গ হ্রদের মত
সব যেন শীতল, বিষন্নতা মোহ হারায়।
মৃত্তিকা ডাকে মায়ের চাদরে
অজানা কবির চোখ জুড়িয়ে