Dhoritrir Mohanayok lyrics

Dhoritrir Mohanayok lyrics by Bay Of Bengal

 

Title:Dhoritrir Mohanayok
Band:Bay Of Bengal
মৃত্তিকার স্বপ্নভঙ্গ শেষে
কাঁদে অগ্নিহাওয়া,
জলহীন শুকনো পাতাগুলো
হৃদয়ের অপেক্ষায়,
ধরণীর বাতাস ক্রমশ ভারী
ধূলো জমেছে মনে,
আঙুলের ছাপ বড় এলোমেলো
হাসি নেই এখানে।
আবার আসুক ফিরে..
আকাশ পাতাল সব ছিঁড়ে
ধরিত্রীর মহানায়ক!
তুমি কে? আমি কে?
আমি কেউ নই, তুমিও না।
এ ধরণীকে সজীবতা দিতে
বোকাবাক্সের মহানায়ক আসবে না।
আলো হয়ে আসেনা যে
কোন মহানায়ক ছিনিয়ে আনতে জয়,
ধরণীকে আগলে রাখতে
নিজেকেই তাই মহানায়ক হতে হয়।
ভাবতে হয়..
না নিদ্রিত, না জাগ্রত
এখানে দেখা হবে নীরবতা ভেঙ্গে
বিস্ময়ে বা কোন ভয়ে
অলৌকিকত্বে পূর্ণতা নিয়ে..
পাগলপারা বৃষ্টি হয়ে
অবয়বহীন রাজত্বে
সারি সারি মনের বাড়ি
সবুজে ঘেরা কোন বনভূমি।
দাউদাউ করে জ্বলে ওঠে গোধূলিবেলা
প্রানে প্রানে স্তব্ধতা,
বিশ্বাস ফুঁড়ে বেড়িয়ে আসে জমে থাকা ক্রোধ
নক্ষত্র জ্বলে দিগন্তে।
তুমি কে? আমি কে?
আমি কেউ নই, তুমিও না।
এ ধরণীকে সজীবতা দিতে
বোকাবাক্সের মহানায়ক আসবে না।
আলো হয়ে আসেনা যে
কোন মহানায়ক ছিনিয়ে আনতে জয়,
ধরণীকে আগলে রাখতে
নিজেকেই তাই মহানায়ক হতে হয়।

 

Leave a Comment