Auroop- Nirakar lyrics by Conclusion
Auroop- Nirakar lyrics
Title:Auroop- Nirakar
Band:Conclusion
Band:Conclusion
এই মহা শূন্যতায়
ডুবে থাকি অহংকারে
আলোর নেশায় মগ্ন
বুঝতে পারি না কি চাই
ভালো লাগে না
ডেকে ডেকে আমায় নিয়ে যাও
সারা শরীর ক্লান্ত পড়ে রয়
লাগে অসহায়
এ অবেলায় বিষণ্ণ পড়ে রই
বড় অসহায়
এ তিক্ত নিঃসঙ্গতায়
খুঁজতে থাকি তোমায় আমি
কোলাহলে স্তব্ধ
লুকাতে চাই আমায় আমি
এই মৌনতা
ভেঙেচুরে ওপারে নিয়ে যাও
ডেকে ডেকে আমায় খুঁজে নাও
ভেঙেচুরে ওপারে নিয়ে যাও
সারা শরীর ক্লান্ত পড়ে রয়
লাগে অসহায়
এ অবেলায় বিষণ্ণ পড়ে রই
বড় অসহায়