Vertigo lyrics

Vertigo lyrics by Conclusion

Vertigo lyrics
Title:Vertigo
Band:Conclusion
আমাকে সে কাছে ডাকে
আমার মাঝে ক্লান্তি টানে
আর আমাকে আজ পাপী করে
আমার মাঝে লুকোতে আসে
তখন মুক্তি পাই
ঘুম আসে না আমার শরীর
ক্লান্তিতে কাতর ঘুম আসে না
তোমার নিষ্পাপ চোখ হার মানে
নিশ্চুপ হয়ে তাকিয়ে থাকে
ভয়ের চাপে নিথর তুমি
আমি তোমায় ক্ষতবিক্ষত করি
ঘুম আসে না আমার শরীর
ক্লান্তিতে কাতর ঘুম আসে না
ঘুম আসে না আমার শরীর
ক্লান্তিতে কাতর ঘুম আসে না
ঘুম আসে না
আমার চেতনা ভ্রান্তিতে বিভোর
ঘুম আসে না

Leave a Comment