Odyssey lyrics

Odyssey lyrics by Conclusion

Odyssey lyrics

Title: Odyssey
Band: Conclusion
 
শরীর থেকে ছায়া বিচ্ছিন্ন পড়ে রয়
নিঃশ্বাস থমকে যায়
আলোর মুখোমুখি আমি
তুমি কোথায়?
আবারও হারিয়ে ফেলার হয় যে ভয়
তাই খুঁজি না তোমায়
ক্ষণিকে রাঙিয়ে দিলে
সাদা এ পথ
আলোর মায়া দিয়ে
খুঁজে নাও আমায়
ছুঁয়ে যাও নজর দিয়ে
বিশ্বাস রেখে যাও
মহাকাশের সাথে আমি
তুমি কোথায়?
নিরবে ছুঁয়ে গেলে ক্লান্ত এ মন
হারানো কথা দিয়ে
একা সময়, দু’হাত বাড়িয়ে
নিয়ে রাখে আমায়
তোমার মনের কোণে
আবারও হারিয়ে ফেলার হয় যে ভয়
তাই খুঁজি না তোমায়
ক্ষণিকে রাঙিয়ে দিলে
সাদা এ পথ
আলোর মায়া দিয়ে
নিরবে ছুঁয়ে গেলে ক্লান্ত এ মন
হারানো কথা দিয়ে
একা সময়, দু’হাত বাড়িয়ে
নিয়ে রাখে আমায়
তোমার মনের কোণে

Leave a Comment