Anmone 2 lyrics

Anmone 2 lyrics by Aurthohin

Title:Anmone 2
Band:Aurthohin
আবার ফিরে পাই পুরোনো স্মৃতি
নতুন গানে
স্মৃতির পাতাতে
দেখি তোমার ছবি
কেটে গেছে যে কত মুহূর্ত
তোমায় ভেবে
ঝাপসা এই চোখে
তোমার ছবি যে ভাসে
মেঘের ওই দেশে কি হারাও
আনমনে?
বৃষ্টির ওই ছোঁয়াতে কি আমায় খোঁজো
এখনও?
আবার খুঁজে যাই
তোমার সেই হাসি আনমনে
কত রাত নির্ঘুম কাটে
তোমায় ভেবে
আকাশে যখন মেঘের ঘনঘটা
তাকিয়ে থাকি আমি
হয়তো বৃষ্টি আজ
ছোঁবে তোমার শরীর
মেঘের ওই দেশে কি হারাও
আনমনে?
বৃষ্টির ওই ছোঁয়াতে কি আমায় খোঁজো
এখনও?
মেঘের ওই দেশে কি হারাও
আনমনে?
বৃষ্টির ওই ছোঁয়াতে কি আমায় খোঁজো
এখনও?
মেঘের ওই দেশে কি হারাও
আনমনে?
বৃষ্টির ওই ছোঁয়াতে কি আমায় খোঁজো
এখনও?
মেঘের ওই দেশে কি হারাও
আনমনে?
বৃষ্টির ওই ছোঁয়াতে
কি আমায় খোঁজো?

Leave a Comment