Jaak Na lyrics by Aurthohin
Title:Jaak Na
Band:Aurthohin
Band:Aurthohin
যদি ভাবো কখন হবে শেষ আঁধার এই দিনের
যদি ভাবো কখন শুনবে সুর নতুন এক গানের
যদি হারাও স্বপ্নগুলো সব আকাশের নীলে
যদি ঝরে বৃষ্টি ওই চোখে বুক ভরা কষ্ট নিয়ে
আসবো আমি এবার নতুন এক রূপে
আলো জ্বালাতে তোমার ঐ আঁধার ঘরে
জোছনা হয়ে খেলবো তোমার ঐ আকাশে
তোমায় নতুন জীবনের পথ দেখাতে
যাক না…
যাক না হারিয়ে যাক
মিলিয়ে যাক সব আজ বাতাসে
ভেঙ্গে দেবো সব বাঁধা আজ
দাঁড়িয়ে তোমার পাশে
যাক না হারিয়ে যাক
মিলিয়ে যাক সব আজ বাতাসে
ভেঙ্গে দেবো সব বাঁধা আজ
তোমার হাতটি ধরে
সাগরের বিশালতা দেখে যদি কান্না আসে
যদি ইচ্ছে করে আমার এই হাতটা ছুঁয়ে দেখতে
চারিদিক শূন্য দেখে ভেবো না আজ একা তুমি
মনের জানালাটায় হয়ে আছি তোমার প্রতিচ্ছবি
আসবো আমি এবার নতুন এক রূপে
থাকবো আমি সময় অসময়ে তোমার ছায়া হয়ে
বাতাস হয়ে মুছে দেবো অশ্রু আলতোভাবে
তোমায় নতুন জীবনের পথ দেখাতে
যাক না
যাক না হারিয়ে যাক
মিলিয়ে যাক সব আজ বাতাসে
ভেঙ্গে দেবো সব বাঁধা আজ
দাঁড়িয়ে তোমার পাশে
যাক না হারিয়ে যাক
মিলিয়ে যাক সব আজ বাতাসে
ভেঙ্গে দেবো সব বাঁধা আজ
তোমার হাতটি ধরে
যাক না হারিয়ে যাক
মিলিয়ে যাক সব আজ বাতাসে
ভেঙ্গে দেবো সব বাঁধা আজ
দাঁড়িয়ে তোমার পাশে
যাক না হারিয়ে যাক
মিলিয়ে যাক সব আজ বাতাসে
ভেঙ্গে দেবো সব বাঁধা আজ
তোমার হাতটি ধরে
যাক না হারিয়ে যাক
মিলিয়ে যাক সব আজ বাতাসে
ভেঙ্গে দেবো সব বাঁধা আজ
দাঁড়িয়ে তোমার পাশে
যাক না হারিয়ে যাক
মিলিয়ে যাক সব আজ বাতাসে
ভেঙ্গে দেবো সব বাঁধা আজ
তোমার হাতটি ধরে
যাক না হারিয়ে যাক
মিলিয়ে যাক সব আজ বাতাসে
ভেঙ্গে দেবো সব বাঁধা আজ
দাঁড়িয়ে তোমার পাশে
যাক না হারিয়ে যাক
মিলিয়ে যাক সব আজ বাতাসে
ভেঙ্গে দেবো সব বাঁধা আজ
তোমার