Alo R Adhar lyrics by Aurthohin
Title:Alo R Adhar
Band:Aurthohin
Band:Aurthohin
বলবো আজ তোমায় কিছু কথা
সে তো নয় কোন গল্প
একটি ছেলের জীবনগাথা
সবই যে সত্য
ছিলো না তার কোন স্বপ্ন
ছিলো না বুকে ভালোবাসা
হাটতো নিজের মনে একাকী
ছিলো না কেউ হাতটা ধরার
তারপর হঠাৎ জোছনায় ঘেরা
কোন এক সাগর পাড়ে
দেখা পেলো সে ভালোবাসার
নিঃসঙ্গ একটি মেয়ের
আলোয় আলোকিত… হয়ে গেলো তার চারিপাশ
নতুন স্বপ্ন নিয়ে শুরু হলো পথচলা তার
তারপর কেটে যায় দিনগুলো
তাদের নতুন জীবন
ছিলো না মনে আর কোন কষ্ট
নিয়ে রঙ্গীন স্বপ্ন
তারপর হঠাৎ আঁধার এলো
তার রঙ্গীন জীবনে
চলে গেলো মেয়েটি তাকে ফেলে
একাকী রেখে আঁধারে
আঁধার, শুধুই আঁধার.হয়ে গেলো তার চারিপাশ
স্বপ্ন বেঁচে থাকার ভেঙ্গে হয় সব একাকার
তারপর একদিন অশ্রু ভেজা চোখে
ফিরে যায় সে সেই সাগরে
পাশে নেই মায়াবী চোখের সেই মেয়ে
পাগলা হাওয়ায় জোসনাতে
হঠাৎ সাগর বলে উঠে
মুছে ফেলো চোখের জল
তুমি তো থাকবে না একাকী
আসবে ফিরে সুখ আবার
আলোয় আলোকিত… হয়ে তোমার চারিপাশ
তাকিয়ে দেখো আকাশ… দেখো আকাশ
আলোয় আলোকিত… হয়ে তোমার চারিপাশ
তাকিয়ে দেখো আকাশ… দেখো আকাশ
আলোয় আলোকিত… হয়ে তোমার চারিপাশ
তাকিয়ে দেখো আকাশ… দেখো আকাশ