আমার মনপাখি মিশিতে | Amar monpakhi miste chi

শাহ আব্দুল করিম

আমার মনপাখি মিশিতে চায় গিয়ে এসব পাখির দলে

আমার মনপাখি মিশিতে চায় গিয়ে এসব পাখির দলে

আমার মনপাখি মিশিতে চায় গিয়ে এসব পাখির দলে

এসব পাখি ফাঁকি দিয়ে উড়ে বেড়ায় বন-জঙ্গলে।।

কত করে করি মানা পাখির এ বাসা ছেড়ে না

সে আমার কথা শোনে না তার সঙ্গে পাখি না বলে।।

শিকলি কেটে ময়না টিয়া এসব পাখির দলে গিয়া

আবোল তাবোল বোল বলিয়া হারা হতে যায়। সে বনে।।

আহা রে জংলা পাখি কেন আমায় দিলি ফাঁকি

মনমোহনের মনআঁখি কেমনে রাখি উল্টা করে।।

Leave a Comment