আমার মনে মেনেছে, আমার জানে জেনেছে | Amar mone maneche, amar jan

আমার মনে মেনেছে, আমার জানে জেনেছে

Amar mone maneche, amar jan

আমার মনে মেনেছে, আমার জানে জেনেছে

আমার মনে মেনেছে, আমার প্রাণে জেনেছে

তুমি আসবেনা,

নয়নে ছাড়েনা তবু পথ চাওয়া

মনে বলে আসবেনা সে,

নয়ন বলে আসে আসে গো

আমি দাঁড়ায়ে রই পথের পাশে

হলোনা ঘরে যাওয়া ।

বাদল ভরা বিলের মাঝে ছাড়া ভিটের পর

হিজল গাছ ভিজিছে বনে বৃষ্টি থরথর

ওরে পানশি নৌকায় খাটায়ে পাল

মাঝিমাল্লায় গায় ভাটিয়াল গো

হিজল ফুলের গন্ধে মাতাল

উদাসী উতল হাওয়া ।

Leave a Comment