বন্ধুরে কই পাবো সখি গো | Boundora koi pabo soki goo

বন্ধুরে কই পাবো সখি গো

Boundora koi pabo soki goo

 

বন্ধুরে কই পাবো সখি গো

সখি আমারে বলো না

আমার বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বুঝেনা

সাধে সাধে ঠেকছি ফাঁদে গো

সখি দিলাম ষোল আনা

আমার প্রাণ-পাখি উড়ে যেতে চায় আর ধৈর্য মানে না

আমার বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বুঝেনা

কী আগুন জ্বালাইলো বন্ধে গো

সখি নিভাইলে নিভে না

জল ঢালিলে দ্বিগুণ জ্বলে উপায় কি বলো না

আমার বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বুঝেনা

বাউল আব্দুল করিম বলে সখি

অন্তরের বেদনা

সোনার বরণ রূপের কিরণ

না দেখলে বাঁচিনা

আমার বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বুঝেনা

আমার বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বুঝেনা

————-

 

Leave a Comment