Akashey lyrics

Akashey lyrics by Bay of Bengal

Title:Akashey 

Band:Bay Of Bengal
আকাশটা মেঘলা করেছে
একটু একটু বৃষ্টি পড়ছে
মনের ই জানলা দিয়ে
দখিনা হাওয়া বইছে
হঠাৎ করে আকাশে
উঠলো রংধনুটা
সাজিয়ে দিলো সাত রং এ
এই শূণ্য মনটা
হাজারো সুরের মূরছোনায়
আমার মনে খেলা করে
হিমেল হাওয়ার পরশ এ
সুরেরা আকাশে উড়ে
হঠাৎ করে আকাশে
উঠলো রংধনুটা
সাজিয়ে দিলো সাত রং এ
এই শূণ্য মনটা
রাতের শেষে
দুরের ওই আকাশে
দু-হাত বাড়িয়ে
আমি মিশে যেতে চাই.
সাতরঙে.
হঠাৎ করে আকাশে
উঠলো রংধনুটা
সাজিয়ে দিলো সাত রং এ
এই শূণ্য মনটা

Leave a Comment