Nirob Durvikko lyrics

Nirob Durvikko lyrics by Bay of Bengal

 Title:Nirob Durvikko
Band:Bay Of Bengal
ছায়ার আড়ালে অন্য ছায়া
দৃষ্টির আড়ালে মিলিয়ে
যায়
সময় এখানে থমকে দাঁড়ায়
নিথর মানুষের ক্রন্দনে
হায়
বাতাস ভারী হচ্ছে গুমোট
হাহাকারে
মৃত্যুর মিছিল আসছে
ভেসে
কেউ শীতের রাতে ফুটপাতে
আগুন জ্বালে
একটু আঁচের আশায়
আর কেউ অভিজাত
রেস্টুরেন্টে
মত্ত শিশায়
কেউ খুঁজছে খাবার
ডাস্টবিনে
শিশু খোঁজে মায়ের শুকনো
বুকে
ওপাশ মেতেছে অশ্লিল
উৎসবে
আর কেউ ভুগছে নিরব
দুর্ভিক্ষে
জীবন এখানে বড় তুচ্ছ
উড়ছে রঙ্গিন ডানায়
দ্রব্যমূল্য
বাতাস ভারী হচ্ছে গুমোট
হাহাকারে
মৃত্যুর মিছিল আসছে
ভেসে
কেউ শীতের রাতে ফুটপাতে
আগুন জ্বালে
একটু আঁচের আশায়
আর কেউ অভিজাত
রেস্টুরেন্টে
মত্ত শিশায়
কেউ খুঁজছে খাবার
ডাস্টবিনে
শিশু খোঁজে মায়ের শুকনো
বুকে
ওপাশ মেতেছে অশ্লিল
উৎসবে
আর কেউ ভুগছে নিরব
দুর্ভিক্ষে
কেউ শীতের রাতে ফুটপাতে
আগুন জ্বালে
একটু আঁচের আশায়
আর কেউ অভিজাত
রেস্টুরেন্টে
মত্ত শিশায়
কেউ খুঁজছে খাবার
ডাস্টবিনে
শিশু খোঁজে মায়ের শুকনো
বুকে
ওপাশ মেতেছে অশ্লিল
উৎসবে
আর কেউ ভুগছে নিরব
দুর্ভিক্ষে

Leave a Comment