Vebe Nio Achi lyrics by Bay of Bengal
Title:Vebe Nio Achi
Band:Bay Of Bengal
Band:Bay Of Bengal
যখন তোমার মনে পরবে
আমায়
হয়তোবা আমি দূরে
বহুদূরে
যখন তোমার চোখে পরবে
ধূলিকণা
দূর থেকে আমি দেব ছোট্ট
একটা ফুঁ
ভেবে নিও আছি তোমার
চাদরে
মিশে রঙিন নকশা হয়ে
ভেবে নিও আছি তোমার
তেলরঙে
কিংবা কোমল তুলিতে
ঝড়ের রাতে বিজলির শব্দে
লুকিও না ভয়ে
দেখ জানালায় উড়ে বেড়াই
আমি চড়ুই হয়ে
চেয়ে দেখ তোমার বাগানের
সদ্য ফোটা ফুলে আছি
মিশে
শুনে দেখ হেঁটে হেঁটে
আছি নূপুরের শব্দে
ভেবে নিও আছি তোমার
চাদরে
মিশে রঙিন নকশা হয়ে
ভেবে নিও আছি তোমার
তেলরঙে
কিংবা কোমল তুলিতে
ভেবে নিও আছি তোমার
চাদরে
মিশে রঙিন নকশা হয়ে
ভেবে নিও আছি তোমার
তেলরঙে
কিংবা কোমল তুলিতে।
(বিতর্ক)