বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে lyrics
Bolbo Na Go R Konodin Lyric
বলবো না গো আর কোনোদিন,
ভালবাসো তুমি মোরে
বলেছিলে গো ভালবাসি গো,
আজ কেন গো এমনও হল।।
এমনও হল এমনও হল।
ভালবাসাতে যদি হয় অপরাধ,
তাই নিয়ে গো কেন প্রতিবাদ।।
কেন প্রতিবাদ কেন প্রতিবাদ কেন প্রতিবাদ।
ভালবাসাতে যে পেয়েছি আঘাত,
সেই অনল গদে জ্বলে বারমাস।।
বাউলের অন্তরে বাউলের অন্তরে।
————–
সুকুমার সরকার
বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে lyrics, Alir Kotha Shune Bakul Hase Lyrics || অলির কথা শুনে বকুল হাসে লিরিক্স | অলির কথা শুনে লিরিক্স
বলবো না গো ২ লিরিক্স,
বলেছিলে গো ভালবাসি গো লিরিক্স,
ভুলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে,
বলবোনা গো আর কোনদিন ভালোবাসি,
বলবো না গো আর কোন দিন কারাওকে,
বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে Mp3,
ইন্দুবালা গো লিরিক্স,
বলবো না আকাশের চাঁদ এনে দিবো লিরিক্স,
বলবো না গো আর কোন দিন কারাওকে,
বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে mp3,
বলবো না গো আর কোন দিন ভালোবাসো তুমি মোরে,
বলবো না গো আর কোনো,
বলবো না গো ভালোবাসি