Mary Anne Lyrics

Mary Anne Lyrics

কালো সাহেবের মেয়ে

ইশকুল পালিয়ে

ধরতে তোমার দুটো হাত

কত মার খেয়েছি

মুখ বুজে সয়েছি

অন্যায় কত অপবাদ

বয়স তখন ছিলো

পনেরো তাই ছিলো

স্বপ্ন দেখার ব্যারাম

মাথার ভেতর ছিলো

এলভিস প্রিসলি

খাতার ভেতর

তোমার নাম

ম্যারী এ্যান

ম্যারী ম্যারী এ্যান

ম্যারী এ্যান ম্যারী(২)

করে সব এলোমেলো

এলভিস চলে গেলো

কেটে গেলো বছর অনেক

তোমারো মামা কাকা

একে একে পাড়ি দিলো

সব্বাই মিলে বিলেত

রয়ে গেলে তোমরা

আকড়ে রিপন স্ট্রিট

দু’টো ঘর সিড়ির তলায়

নোনা দেয়াল থেকে

যীশূ ছলছল চোখে

হাত তুলে আশ্বাস দেয় এখনো

ম্যারী এ্যান

ম্যারী ম্যারী এ্যান

ম্যারী এ্যান ম্যারী(২)

রিকশায় চড়ে তুমি

Mary Anne Lyrics,

দুলে দুলে চলে যাও

আমার পাড়া দিয়ে প্রায়ই

পাক ধরে গেছে চুলে

গাল দুটো গেছে ঝুলে

নিয়মিত অবহেলায়

কোন এক অফিসেতে

শর্ট হ্যান্ড নিতে নিতে

নখগুলো গেছে ক্ষয়ে

ছোট্ট বেলার প্রেম

আমার কালো মেম

কোথায় গেলে হারিয়ে

ম্যারী এ্যান

ম্যারী ম্যারী এ্যান

ম্যারী এ্যান ম্যারী(২)

তোমার বাবা ছিলো

ইঞ্জিন ড্রাইভার

আমার বনেদি ব্যবসা

বংশের ইজ্জত রাখতে হলে

বউ হতে হবে ফর্সা

বাঙালীর ছেলে তাই

গলায় গামছা দিয়ে

ফেললাম করে বিয়ে

ছোট্ট বেলার প্রেম

আমার কালো মেম

কোথায় গেলে হারিয়ে

ম্যারী এ্যান

ম্যারী ম্যারী এ্যান

Mary Anne Lyrics,Join Our Facebook Page

Mary Anne Lyrics,Mone Porle Lyrics

কালো সাহেবের মেয়ে লিরিক্স,

ইশকুল পালিয়ে লিরিক্স,

ধরতে তোমার দুটো হাত লিরিক্স,

কত মার খেয়েছি লিরিক্স,

মুখ বুজে সয়েছি লিরিক্স,

অন্যায় কত অপবাদ লিরিক্স,

বয়স তখন ছিলো লিরিক্স,

পনেরো তাই ছিলো লিরিক্স,

ম্যারী এ্যান ম্যারী  লিরিক্স,

Leave a Comment