Alir Kotha Shune Bakul Hase Lyrics || অলির কথা শুনে বকুল হাসে লিরিক্স | অলির কথা শুনে লিরিক্স

অলির কথা শুনে লিরিক্স

( Alir Kotha Shune Bakul Hase – Hemanta Mukhopadhyay)

অলির কথা শুনে বকুল হাসে হেমন্ত মুখোপাধ্যায়

অলির কথা শুনে বকুল হাসে
কই তাহার মত তুমি আমার কথা শুনে
হাসো না তো।।
ধরার ধুলিতে যে ফাগুন আসে
কই তাহার মত তুমি আমার কাছে কভু
আসো না তো।।
আকাশ পারে ঐ অনেক দূরে
যেমন করে মেঘ যায় গো উড়ে।
আকাশ পারে ঐ অনেক দূরে
যেমন করে মেঘ যায় গো উড়ে।
যেমন করে সে হাওয়ায় ভাসে
কই তাহার মত তুমি আমার স্বপ্নে কভু
ভাসো না তো।।

অলির কথা শুনে বকুল হাসে
কই তাহার মত তুমি আমার কথা শুনে
হাসো না তো।।
চাঁদের আলোয় রাত যায় যে ভরে
তাহার মত তুমি কর না কেন ওগো ধন্য মোরে।
চাঁদের আলোয় রাত যায় যে ভরে
তাহার মত তুমি কর না কেন ওগো ধন্য মোরে।
যেমন করে নীড়ে একটি পাখি
সাথীরে কাছে তার নেয় গো ডাকি
যেমন করে নীড়ে একটি পাখি
সাথীরে কাছে তার নেয় গো ডাকি
যেমন করে সে ভালবাসে
কই তাহার মত তুমি আমায় কভুও ভালবাসো না তো।।
অলির কথা শুনে বকুল হাসে
কই তাহার মত তুমি আমার কথা শুনে
হাসো না তো।।
ধরার ধুলিতে যে ফাগুন আসে
কই তাহার মত তুমি আমার কাছে কভু
আসো না তো।।

অলির কথা শুনে chords,

অলির কথা শুনে স্বরলিপি,

আকাশ পানে ওই অনেক দূরে লিরিক্স,

অলির কথা শুনে গীতিকার,

অলিরও কথা শুনে বকুল হাসে কোন সিনেমার গান,

Oliro kotha shune,

অলিরও কথা শুনে গানের স্বরলিপি

1 thought on “Alir Kotha Shune Bakul Hase Lyrics || অলির কথা শুনে বকুল হাসে লিরিক্স | অলির কথা শুনে লিরিক্স”

Leave a Comment