Vanta Prothik lyrics

Vanta Prothik lyrics

Title:Vanta Prothik
Band:LRB
কখনও যদি অবাধ্য ঝড় হয়ে
এলোমেলো করে দেয় তোমাকে
জীর্ণ তোমার স্মৃতির মলাটে যদি
এঁকে যাই সাত রঙা আলপনা
তোমার নষ্ট বুকের ভেতর যদি
ভুল করে আসি ফিরে আসি ফিরে আসি কখনও
ভেবনা তুমি ভুলে গেছি অবহেলা
দিয়েছিলে আমায় যত
এ আমার ফিরে আসা ক্ষণিক এর জন্য
ভ্রান্ত পথিকের মত।
কখনও যদি অবাধ্য ঝড় হয়ে
এলোমেলো করে দেয় তোমাকে।
ভোরের স্বপ্নের আবির হয়ে
ঘুম ভেঙ্গে দিয়ে যায় আনমনে
ভালবাসার পিলসুজ জ্বেলে যদি
নিবেদনের বেদনায় মত্ত আমি
যদি ক্ষয়ে যাওয়ার জানালার কপাট খুলে
চৈতালি হাওয়া ছুঁয়ে যায় কখনও।
ভেবনা তুমি ভুলে গেছি অবহেলা
দিয়েছিলে আমায় যত
এই আমার ফিরে আসা ক্ষণিক এর জন্য
ভ্রান্ত পথিক এর মত ।।

 

Leave a Comment