Sukhi Chele lyrics

Sukhi Chele lyrics by LRB

Title:Sukhi Chele
Band:LRB
ঘরছাড়া এক সুখী ছেলে
আনমনে আজ এই ক্ষণে।।
চলে যাবে দূরে কোঁথাও
ঠিকানাগুলো ছিঁড়ে ফেলে।।
ইচ্ছে ছিলো এই ছোট মনে
সবার চাওয়া বুকে নিয়ে
দুঃখ গুলো সুখ বানিয়ে
সবার মাঝে ছড়িয়ে দেবে।।
ছুঁয়ে যাবে সুদুর আকাশ
একদিন সেই জীবনের।।
ছেলেটি আজ বড় হয়ে
অবাক চোখে তাকিয়ে দেখে
যত সুখ দু’হাতে জড়িয়ে
একা হল সে এই জীবনে ।।
চাওয়া গুলো পাওয়া হয়ে
সবাই গেছে হারিয়ে।।

 

Leave a Comment