Unish Kingba Kuri lyrics

Unish Kingba Kuri lyrics by LRB

Title:Unish Kingba Kuri
Band:LRB
দেয়াল ঘড়িতে এগারটা বেজে কুড়ি
জানালার কাছে রাত জাগে একা উর্মিলা চৌধুরী ।।
উপন্যাসের পাতায় যখন এই কথা গুলো পড়ি
তখন আমার বয়স হয়ত ১৯ কিংবা কুড়ি ।।
মনে আছে আজো সেই নায়িকার ব্যথা
ঢেউ তুলে ছিল আমার তরুণ প্রাণে ।।
আমার রাতের ঘুম করেছিল চুরি ।।
তখন আমার বয়স হয়ত ১৯ কিংবা কুড়ি ।
জানিনা কোথায় হারিয়ে গিয়েছে সেই কাব্যের কবি
আর উপন্যাসের নায়িকা সেই যে উর্মিলা চৌধুরী ।।
মনেপড়ে নাতো সেই গল্পের শেষে
কি ঘটে ছিল সেই রাত অবসানে ।।
ঘড়ির কাঁটাও পথ দিয়েছিল পাড়ি ।।
তখন আমার বয়স হয়ত ১৯ কিংবা কুড়ি ।।
দেয়াল ঘড়িতে এগারটা বেজে কুড়ি
জানালার কাছে রাত জাগে একা উর্মিলা চৌধুরী ।।
উপন্যাসের পাতায় যখন এই কথা গুলো পড়ি
তখন আমার বয়স হয়ত ১৯ কিংবা কুড়ি ।।

Leave a Comment