Ondho Meye Lyrics By LRB
Title:Ondho Meye
Band:LRB
তারা ভরা রাত অন্ধকার
সূর্যাস্ত সূর্যোদয় অন্ধকার
ফ্ল্যাশলাইট সার্চলাইট
সোডিয়াম আর নিয়নলাইট
করিডোর ক্লাসমেট
ধোঁয়া ওঠা ভাতের প্লেট
সব অন্ধকার আর অন্ধকার
সে মেয়েটি চোখ নেই যার।
ঘুম ভরা চোখ তার অন্ধকার
ঘুম নেই চোখে তাও অন্ধকার
চেনা ঘর চেনা বাড়ি
চেনা পথ পথের পাড়ি
চেনা শাড়ি নীল পাড়
কপালে এই হাতটা কার
অন্ধকার সব অন্ধকার
সে মেয়েটি চোখ নেই যার।
প্রেম ভরা চোখ তার অন্ধকার
প্রেমিকের মুখ তাও অন্ধকার
হাইওয়ে রেললাইন
বিলবোর্ড নিয়ন সাইন
জমকালো লিপস্টিক
কপালের নীল টিপ
সব অন্ধকার আর অন্ধকার
সে মেয়েটি চোখনেই যার।