Title:Tumi Mukhosh
Band:Nonta Biscuit
Band:Nonta Biscuit
Tumi Mukhosh lyrics
ভোরের আলোর স্মৃতিগুলো এখনো আমায় ডাকে
রাতের আলাপ কি আর খুঁজে পাবে ঐ সত্যের মাঝে
কত স্বপ্ন দেখেছি হাঁটবো একসাথে
আজ আর হাঁটি না ঐ স্মৃতির পথে
মুখোশ পরা কিছু মানুষের ভিড়ে
পেয়েছিলাম তাকে
মুখোশে অস্থির মন স্বপ্ন দেখে
ফিরেছি সেই পথে
মুখোশের অশ্লীলতায় বাকরুদ্ধ আমি
বসে একা ভাবি নির্বাক হয়ে
জানি আসবেই একদিন তুমি মুখোশ খুলে
তখন আমি অনেক দূরে
অজানা মিথ্যেগুলো সত্য হয়ে
যখন আসে সত্যের দরজাতে
হারবে তখন সে কিছু স্বপ্নের কাছে
অপূর্ণ গল্প হয়ে
সর্বত্র সুখে থাকার ব্যর্থ অভিনয়ে
আজ দাঁড়িয়ে সে ধ্বংসের পথে
মুখোশ পরা কিছু মানুষের ভিড়ে
পেয়েছিলাম তাকে
মুখোশে অস্থির মন স্বপ্ন দেখে
ফিরেছি সেই পথে
মুখোশের অশ্লীলতায় বাকরুদ্ধ আমি
বসে একা ভাবি নির্বাক হয়ে
জানি আসবেই একদিন তুমি মুখোশ খুলে
তখন আমি অনেক দূরে
মুখোশ পরা কিছু মানুষের ভিড়ে
পেয়েছিলাম তাকে
মুখোশের অশ্লীলতায় বাকরুদ্ধ আমি
বসে একা ভাবি নির্বাক হয়ে
জানি আসবেই একদিন তুমি মুখোশ খুলে
তখন আমি অনেক দূরে