Shilpo Amar lyrics

Title:Shilpo Amar
Band:Nonta Biscuit

Shilpo Amar lyrics

যেদিকে যায় এ দু’চোখ
দৃশ্যটা অচেনা
মনেরই জানালাতে
আমারই ছেলেখেলা
রংতুলিতে রঙ মেখেছি
ক্যানভাস খোলা আকাশ
যা খুশি তা রঙ ছড়িয়ে
ইচ্ছে মতো আমার
যেদিকে দু পা বাড়াই
দিগন্তটা আমার
মনেরই জানালাতে
আলোকিত জোছনা
সেই আলোতেই শিল্প আমার
কত সুর বেদনার
বলতে গিয়ে লিখে ফেলি
নতুন একটা গান
আমার যত কল্পনা, আমি তাতেই ডুবে আছি
নিজের মতো ঘর বানিয়ে নিজেই তাতে থাকি
ভালোবাসা একটু পেলে অনেক দূর আমি হাঁটি
চাওয়া পাওয়ার অঙ্ক ফেলে কল্পনাতেই বাঁচি
আকাশটা ছুঁতে চায় বিবর্ণ মেঘেরা
বলে দিয়ে যায় আমায়
পৌঁছে গেছি আমি প্রায়
এলোমেলো গল্প আমার
বদলে যায় বারে বার
শুন্য হাতে ইচ্ছেগুলো আগলে রাখি আবার
আমার যত কল্পনা, আমি তাতেই ডুবে আছি
নিজের মতো ঘর বানিয়ে নিজেই তাতে থাকি
ভালোবাসা একটু পেলে অনেক দূর আমি হাঁটি
চাওয়া পাওয়ার অঙ্ক ফেলে কল্পনাতেই বাঁচি

Leave a Comment