Tumi Ebar Lyrics

Tumi Ebar Lyrics

সকালের আলো মেখে চার চাকা পায়ে,

কবে দূর যাবে আবার

বৃষ্টিতে ভেজা চোখে রেলিং তাকায়,

খুঁজে সুর পাবে আবার

সেই হারানো চড়ুইয়ের ডাক,

বলে যে গেছে সেই চলে যাক

নিজেকে ভালবাসো তুমি এবার।

সকালের আলো মেখে চার চাকা পায়ে,

কবে দূর যাবে আবার

বৃষ্টিতে ভেজা চোখে রেলিং তাকায়,

খুঁজে সুর পাবে আবার

সেই শিশি বোতল-ওয়ালার ডাক,

বলে যে গেছে সেই চলে যাক

নিজেকে ভালবাসো তুমি এবার।

কবরের খবর তো নয়,

জ্যান্ত জীবনী

ট্রাফিকের শেষ খোলাপ শোনায়।

হেঁটে গেছো বহুবার,

কিন্তু দেখনি

কিভাবে রোজ সন্ধ্যে ঘনায়।

সেই হাত ছেড়ে সাইকেলের ডাক,

বলে যে গেছে সেই চলে যাক

নিজেকে ভালবাসো তুমি এবার।

সারাদিন ছুটে মরা,

Tumi Ebar Lyrics,

মিনি-বাসটায়,

কাঁধে মুখ রেখো আবার।

বেঁচে থাকা দিয়ে মাখা,

দই-ফুচকায়,

চেখে সুখ দেখো আবার।

সেই হারানো চড়ুইয়ের ডাক,

বলে যে গেছে সেই চলে যাক

Tumi Ebar Lyrics,Join Our Facebook Page

Tumi Ebar Lyrics,Odrissho Robi Lyeics

সকালের আলো মেখে চার চাকা পায়ে লিরিক্স ,

কবে দূর যাবে আবার লিরিক্স ,

বৃষ্টিতে ভেজা চোখে রেলিং তাকায় লিরিক্স ,
খুঁজে সুর পাবে আবার লিরিক্স ,

সেই হারানো চড়ুইয়ের ডাক লিরিক্স,

নিজেকে ভালবাসো তুমি এবার লিরিক্স,

 

Leave a Comment