Odrissho Robi Lyeics
অদৃশ্য রবি লিরিক্স
যখনই তৃপ্ত মৃত্তিকায় সুর ঝড়ে, একাকী
প্রথম প্রহরে মেঘে ঢাকা আকাশ কেন শূন্যতায়
যখন চাদর জড়ানো ঘুম চোখে
ঝাপসা আলো পর্দার ফাঁকে
কেন স্বপ্ন খুঁজি অবচেতন চেতনায়
কেউ এসে বলে দাও
আজও খুঁজে যাই নোনাজল কোমল অধরে
বিষুবরেখার দু’পাশে স্বপ্নের পরিধিতে
সূর্যটাকে সাক্ষী রেখে প্রতিজ্ঞা আজ আমার
নিঃসঙ্গতাকে বাজী রেখে আজও আমি আমার

যখনই দৃষ্টি পড়ে বন্ধুযুগল প্রেমাসনে
মনের খোড়াক হয়ে আপন কাছে প্রশ্ন জাগে
যখন সুখের পাঁজরে বাঁধ ভাঙ্গে
নিষ্ঠুর পরিহাস কেঁদে ফেলে
কেন হারিয়ে যায় পরিচিত পরিণতি