Tumi Ba Kar Ke Ba Tomar lyrics | তুমি বা কার কে বা তোমার লিরিক্স

Tumi Ba Kar Ke Ba Tomar lyrics,

তুমি বা কার কে বা তোমার লিরিক্স

 

তুমি বা কার, কে বা তোমার

এই সংসারে ৷

মিছে মায়ায় মজিয়ে মন

কী কর রে ॥

এত পিরিত দন্ত জিহ্বায়

কায়দা পেলে সেও সাজা দেয়

স্বল্পতে সব জানিতে পাই

ভাব নগরে ॥

সময়ে সকলি সখা

অসময় কেউ দেয় না দেখা

যার পাপে সে ভোগে একা

চার যুগে রে ॥

আপনি যখন নই আপনার

কারে বল আমার আমার

সিরাজ সাঁই কয় লালন তোমার

Tumi Ba Kar Ke Ba Tomar lyrics | তুমি বন্ধু কালা পাখি

Tumi Ba Kar Ke Ba Tomar lyrics,

তুমি বা কার কে বা তোমার লিরিক্স

Tumi Ba Kar Ke Ba Tomar,

তুমি বা কার কে বা তোমার

Leave a Comment