Amar Jabar Shomoy Holo lyrics, আমার যাবার সময় হলো লিরিক্স

Amar Jabar Shomoy Holo lyrics,

আমার যাবার সময় হলো লিরিক্স

আমার যাবার সময় হলো, দাও বিদায়।

মোছ আঁখি, দুয়ার খোলো, দাও বিদায়।।

ফোটে যে ফুল আঁধার রাতে

ঝরে ধূলায় ভোর বেলাতে

আমায় তারা ডাকে সাথে – আয় রে আয়।

সজল করুণ নয়ন তোলো, দাও বিদায়।।

অন্ধকারে এসেছিলাম থাকতে আঁধার যাই চ’লে;

ক্ষণিক ভালোবেসেছিলেম চিরকালে না-ই হ’লে।

হ’লো চেনা হ’লো দেখা নয়ন-জলে রইলো লেখা

দূর বিরহের ডাকে কেকা

বরষায় ফাগুন স্বপন ভোলো ভোলো,

 

Amar Jabar Shomoy Holo lyrics  সম্পর্ক বদলে গেল একটি পলকে লিরিক্স

Amar Jabar Shomoy Holo lyrics,

আমার যাবার সময় হলো লিরিক্স

Amar Jabar Shomoy Holo.

আমার যাবার সময় হলো

Leave a Comment