Tritio Jatra lyrics

Title:Tritio Jatra
Band:Nemesis

Tritio Jatra lyrics

শক্ত মুঠো করে রেখেছো
পিছে হাঁটার হাল ধরে বসেছো
কত স্বপ্ন, কত প্রশ্ন
অন্ধ মায়া তা সবই চেয়েছো
তবে আমায় কি দিবে?
জলে ডুবা স্বপ্ন দাও ভাসিয়ে
মায়া চোখের এককোণে
লুকিয়ে
শক্ত মুঠো করে রেখেছো
পিছে হাঁটার হাল ধরে বসেছো
আর কতবার শুনবো প্রচার?
হবে বিচার আর কতবার?
তবে আমায় কি দিবে?
জলে ডুবা স্বপ্ন দাও ভাসিয়ে
আশা আমার নিঃশ্বাসে
হারিয়ে
ছায়ার নিচে দাঁড়িয়ে থেকে
মেঘদের দাও তাড়িয়ে
তোমার যাত্রা আমার পথে
হারিয়ে
মুখোশ দিয়ে ঢাকা
আড়ালে লুকিয়ে থাকা
এক পথ এগিয়ে
শত পিছিয়ে
ছায়ার নিচে দাঁড়িয়ে থেকে
মেঘদের দাও তাড়িয়ে
তোমার যাত্রা আমার পথে
হারিয়ে
ছায়ার নিচে দাঁড়িয়ে থেকে
মেঘদের দাও তাড়িয়ে
তোমার যাত্রা আমার পথে
হারিয়ে

Leave a Comment