Kolporajjo lyrics

Title:Kolporajjo
Band:Nemesis

Kolporajjo lyrics

ছূটে যায় আবার সে দিগন্তে
ফেলে যায় কোথায় আবার কিসের ইশারায়
যাক তবে শুন্যতা
ফেলে যায়
পেছনে রেখে তার অস্তিত্ব
আগামীর দিকে মুক্ত প্রানে এগিয়ে
দেখতে কি সে পায় আজ তা এ প্রহরে?
মন কে কোথায় রেখে
চলে যায় সে গোপনে
ছবি আজ তাকে আঁকে
কোথায় হারিয়ে রংধনুর সাথে
কিসের খোঁজে
শেষ তার প্রতিক্ষা
সন্ধ্যা এলে দিগন্ত মিলে
অস্থির এই রাত্রি
ফেলে যাবে আবার কি সে তবে?
মন কে কোথায় রেখে
চলে যায় সে গোপনে
ছবি আজ তাকে আঁকে
কোথায় হারিয়ে রংধনুর সাথে
কিসের খোঁজে
মন কে কোথায় রেখে
চলে যায় সে গোপনে
ছবি আজ তাকে আঁকে
কোথায় হারিয়ে রংধনুর সাথে
কিসের খোঁজে

Leave a Comment