Trimatrik lyrics

Trimatrik lyrics by Aurthohin

Title:Trimatrik
Band:Aurthohin
রাতটা আজ অন্যরকম
নীরবতার গান
আকাশটা ঘন কালো
জোছনার অভিমান
একটি ছেলে বসে আছে
জোছনার অপেক্ষায়
মেঘের মাঝ থেকে উঁকি দেয় চাঁদ
ছেলেটার দুঃখ ভোলায়
কোনও এক ছোট্ট শহরে
অনেক দূরে
ভাবছে একি কথা একটি মেয়ে
একাকী বসে
মনে পড়ে তার পুরোনো কথা
ভালোবাসার
জোছনটা না দেখলে যে তার
ঘুম আসে না
ভাবছে সে, তুমি কী এখন
দেখছো এ জোছনা তাদের মতোই
ভাবছে সে, তুমি কী এখন
ভাবছো আমার কথা আগের মতোই
রাতটা আজ অন্যরকম
এলোমেলো
অশ্রু জলে ভেজা ঝাপসা চোখে
চাঁদের আলো
বুকের মাঝে তাদের রয়ে যাওয়া
চাপা দুঃখ
স্মৃতির পাতাটায় চোখ বোলায় তারা
কি যে কষ্ট
কোনও এক জোছনাতেই ছিল তাদের ভালোবাসা
সেদিন ওদের আত্মা ছিল অন্যরকম অনেক আশা
কেন যে সব কিছু ভেঙে গেল
অন্যভাবে
গাইতো জোছনাতে স্মৃতিচারন
অশ্রুজলে
ভাবছে সে, তুমি কী এখন
দেখছো এ জোছনা তাদের মতোই
ভাবছে সে, তুমি কী এখন
ভাবছো আমার কথা আগের মতোই
রাতটা আজ অন্যরকম

Leave a Comment