Amar Na Bola Kotha lyrics

Amar Na Bola Kotha lyrics by Aurthohin

Title:Amar Na Bola Kotha
Band:Aurthohin
পারতাম যদি আমি বুক চিরে দেখাতে
অনেক না বলা কথা ভীড় করে পড়ে আছে
তাহলেই বুঝতে অসহায় দিনকাল
বোবার অট্টহাসি প্রেম যেন আজকাল
গোধূলীর শেষ ভাগে আকাশের কার্পেটে
খয়েরী রঙের ব্যথা
মধ্য রাতের চাঁদে অনেক দীর্ঘ শ্বাসে
আমার না বলা কথা।
কিছু কথা রয়ে যায় না বলাই ভালো
বৃষ্টির মখমলে অভিনব আলো
আজ তাই বুঝে যাই জীবনের প্রয়োজন
আমার জন্য নয় লাল নীল আয়োজন
গোধূলীর শেষ ভাগে আকাশের কার্পেটে
খয়েরী রঙের ব্যথা
মধ্য রাতের চাঁদে অনেক দীর্ঘ শ্বাসে
আমার না বলা কথা।
কিছু কথা পড়ে আছে মিথ্যার বিছানায়
স্বপ্ন করুণ সুর সুদূরেই রয়ে যায়
খেয়ালি তোমার চাওয়া হযবরল
হেয়ালি আমার পাওয়া বনবাসী হল
গোধূলীর শেষ ভাগে আকাশের কার্পেটে
খয়েরী রঙের ব্যথা
মধ্য রাতের চাঁদে অনেক দীর্ঘশ্বাসে
আমার না বলা কথা
আমার না বলা কথা
আমার না বলা কথা
আমার না বলা কথা
আমার না বলা কথা
আমার না বলা কথা
আমার না বলা কথা
আমার না বলা কথা
আমার না বলা কথা

Leave a Comment