Tin Chaka lyrics by Conclusion
Tin Chaka lyrics
Title:Tin Chaka
Band:Conclusion
মহান আত্মা নেই তার
এভাবেই বিবেচিত হয় সে
কেন থাকবে?
যখন আমরাই সব স্বীকার করে যাই
তিন চাকা নিয়ে স্বপ্ন গড়তে চলেছে
এই তীব্র আলোয় ঘেরা শহরে
মহানের অশেষ দান কি সবাই পায়?
জীবনকেই তিন চাকায় নিয়ে যেতে হয়
অল্প সুখে সুখী সে
অল্প অর্থে জীবন টানে
অর্থহীন সব
যখন সুখ থাকে তার প্রাণে
তিন চাকা নিয়ে স্বপ্ন গড়তে চলেছে
এই তীব্র আলোয় ঘেরা শহরে
মহানের অশেষ দান কি সবাই পায়?
জীবনকেই তিন চাকায় নিয়ে যেতে হয়
জীবনকেই তিন চাকায় নিয়ে যেতে হয়
জীবনকেই তিন চাকায় নিয়ে যেতে হয়
স্বপ্ন তার বহুদূর সূর্য সাগরের মাঝে
এখন তোমরা আমায় বলো
এভাবেই কি কষ্ট করলে কেষ্ট মিলে?
এভাবেই কি কষ্ট করলে স্রষ্টা মিলে?
এভাবেই কি কষ্ট করলে কেষ্ট মিলে?
এভাবেই কি কষ্ট করলে স্রষ্টা মিলে