Ondho Porajoy lyrics

Ondho Porajoy lyrics by Coclusion

Ondho Porajoy lyrics

Title:Ondho Porajoy
Band:Conclusion
চারিদিকে অভিনয়,
সমাজ জাগে আজও ভয়,
কৃতজ্ঞতা কিসের?
যেখানে হত্যাই জয়।
অন্ধ চারিদিকে,
তাদের মত দেখেনা কেন?
আঁধার ডাকে আমাদের, আমাকে।
চারিদিকে নিষ্ঠুর কার মত,
আর কত সে ডাকে আমাকে।
কিসের অপেক্ষায় সবই মেনে যাই,
ফিরে এসো অতীতে আবার, আবার।
মানিনা সত্য, দেখি পরাজয়,
অন্ধ করে রেখো আমায়, আমায়।

Leave a Comment