Skip to content
তারপর? তার আর পর নেই- হেমন্ত মুখোপাধ্যায়
(Tarpor? Tar ar por nei- Hemanta Mukhopadhyay)
তারপর?
তার আর পর নেই
নেই কোন ঠিকানা
যা কিছু গিয়েছে থেমে
যাক থেমে যাক না
তার আর পর নেই
নেই কোন ঠিকানা
যা কিছু পেয়েছি কাছে
তাই সঞ্চয়
যা কিছু পেলাম না ক’
সে আমার নয়
যা কিছু পেয়েছি কাছে
তাই সঞ্চয়
যা কিছু পেলাম না ক’
সে আমার নয়
পাহাড় নিষেধগুলো পেরিয়ে দেখি
কি আছে আমার পথে পরে
তারপর?
তার আর পর নেই
নেই কোন ঠিকানা
মনে রেখো আমিও ছিলাম
ছোট্ট জীবন আর যত হাসি গান
আমি তোমাকে দিলাম
আমিও ছিলাম
মনে রেখো
মরণ পেরিয়ে যাব এমনি করে
কোন পিছু ডাকে আর থামব না
মরণ পেরিয়ে যাব এমনি করে
কোন পিছু ডাকে আর থামব না
একটু থেমেই থাকি তোমার কাছে
তুমিও আমার সাথে চল না
তারপর?
তার আরপর নেই
নেই কোন ঠিকানা
যা কিছু গিয়েছে থেমে
যাক থেমে যাক না
তার আর পর নেই
নেই কোন ঠিকানা