Skip to content
সেদিন তোমায় দেখেছিলাম ভোরবেলায়– হেমন্ত মুখোপাধ্যায়
Sedin Tomay Dekhechilam Bhorbelay- Hemanta Mukhopadhyay)
সেদিন তোমায় দেখেছিলাম
ভোরবেলায়
তুমি ভোরের বেলা হয়ে
দাঁড়িয়েছিলে
কৃষ্ণচূড়ার ওই ফুলভরা
গাছটার নিচে
আমি কৃষ্ণচূড়ার সেই স্বপ্নকে
আহা, দুচোখ ভরে দেখে নিলাম
সেদিন তোমায় দেখেছিলাম
ভোরবেলায়
তুমি চলতে চলতে থমকে গেলে কেন কে জানে?
আমার মনটা ছড়ানো ছিল যেখানে!
আমি দেখলাম, শুধু দেখলাম
আর সুখের কান্না কেঁদে গেলাম
সেদিন তোমায় দেখেছিলাম
ভোরবেলায়
কথা খুঁজতে খুঁজতে ভুলতে হল কথা আমাকে
আমার কিছুই হলনা বলা তোমাকে
শুধু বুঝলাম, আমি বুঝলাম
এক নতুন বেদনা খুঁজে পেলাম
সেদিন তোমায় দেখেছিলাম
ভোরবেলায়
তুমি ভোরের বেলা হয়ে
দাঁড়িয়েছিলে
কৃষ্ণচূড়ার ওই ফুলভরা
গাছটার নিচে
আমি কৃষ্ণচূড়ার সেই স্বপ্নকে
আহা, দুচোখ ভরে দেখে নিলাম
সেদিন তোমায় দেখেছিলাম
ভোরবেলায়