Taakey Joto Tarai Dure lyrics

Title:Taakey Joto Tarai Dure
Band:Moheener Ghoraguli

Taakey Joto Tarai Dure lyrics

তাকে যত তাড়াই দূরে দূরে
তবু সে আসে মেঘলা চোখে ঘুরে ফিরে
তাকে আমি হারাই ভয়ে দূরে
যদি সে গেয়ে ওঠে অন্য কোন সুরে।
আজকাল বা পরশু
যদি সে এসে দাঁড়ায়
ছায়ার মত আমার ছায়ায়।
ছায়ারও ছায়াতে সে অন্যজন
ভরদুপুরে একলা রাতে অন্যমন।
সে অবুঝ খেয়ালি
সে ভীষণ একাকী
আবেগ সবই তার তো ফাঁকি।
এখনো ভাবে সে ফুটবে পলাশ
ডাকবে কোকিল
বিছানায় সে ফিরবে পাশ।

Leave a Comment