Shopnoghuri lyrics

Title:Shopnoghuri
Band:Shunno
ভেজা ঘাস মাড়িয়ে, ছুটে চলি স্বপ্নের দেশে
হঠাৎ কালো মেঘ এসেছে যায় আকাশে
এমনি করে স্বপ্ন আমার হারিয়ে যায় বৃষ্টিতে,
ভাঙ্গা স্বপ্নের সুর ফিরে আসে এই আমাতে
দুরাকাশে আবির মেঘে স্বপ্ন দেখবো আমি
ভোরের স্বপ্ন সত্যি হবে একথা আমি জানি
শেষ প্রহরে তাই ঘুমিয়ে পড়ি হবো বলে স্বপ্ন ঘুড়ি
জানালার ফাঁকে রোদে এসে ঘুম ভাঙ্গায় আমার
হয়ত তখন ঘুমের ঘোরে ছিলাম পাশে তোমার
এমনি করে কেটে যায় প্রতিটি প্রহর
স্বপ্নের সাথে নিরন্তর
দুরাকাশে আবির মেঘে স্বপ্ন দেখব আমি
ভোরের স্বপ্ন সত্যি হবে একথা আমি জানি
শেষ প্রহরে তাই ঘুমিয়ে পড়ি হবো বলে স্বপ্ন ঘুড়ি
এমনি করে স্বপ্ন আমার হারিয়ে যায় বৃষ্টিতে
ভাঙ্গা স্বপ্নের সুর ফিরে আসে এই আমাতে
দুরাকাশে আবির মেঘে স্বপ্ন দেখবো আমি
ভোরের স্বপ্ন সত্যি হবে একথা আমি জানি
শেষ প্রহরে তাই ঘুমিয়ে পড়ি হবো বলে স্বপ্ন ঘুড়ি

Leave a Comment