Shukno Patar Nupur Paye  Lyrics

Shukno Patar Nupur Paye  Lyrics

শুকনো পাতার নূপুর পায়ে

নাচিছে ঘুর্ণিবায়

জল তরঙ্গে ঝিল্‌মিল্‌ ঝিল্‌মিল্‌

ঢেউ তুলে সে যায়।।

দীঘির বুকে শতদল দলি’

ঝরায়ে বকুল–চাঁপার কলি

চঞ্চল ঝরনার জল ছল ছলি

মাঠের পথে সে ধায়।।

বন–ফুল আভরণ খুলিয়া ফেলিয়া

আলুথালু এলোকেশ গগনে মেলিয়া

পাগলিনী নেচে যায় হেলিয়া দুলিয়া

Shukno Patar Nupur Paye  Lyrics,

ধূলি–ধূসর কায়।।

ইরানি বালিকা যেন মরু–চারিণী

পল্লীর–প্রান্তর–বনমনোহারিণী

আসে ধেয়ে সহসা গৈরিক বরণী

Shukno Patar Nupur Paye  Lyrics,Join Our Facebook Page

Shukno Patar Nupur Paye  Lyrics,Joy Shotter Joy Lyrics

শুকনো পাতার নূপুর পায়ে লিরিক্স,

নাচিছে ঘুর্ণিবায় লিরিক্স,

জল তরঙ্গে ঝিল্‌মিল্‌ ঝিল্‌মিল্‌ লিরিক্স,

ঢেউ তুলে সে যায় লিরিক্স,

দীঘির বুকে শতদল দলি লিরিক্স,

বালুকার উড়্‌নি গায় লিরিক্স,

Leave a Comment