Mor Ghum Ghore Ele Monohor Lyrics

Mor Ghum Ghore Ele Monohor Lyrics

মোর ঘুম ঘোরে কে এলে মনোহর

নমো নমো নমো নমো

শ্রাবণ মেঘে নাচে নটবর

ঝম ঝম ঝম ঝম ।

শিয়রে বসি চুপি চুপ চুমিলে নয়ন

মোর বিকশিল আবেশে তনু

নীপসম নিরূপম মনোরম ।

 Mor Ghum Ghore Ele Monohor Lyrics,

মোর ফুলবনে ছিল যত ফুল

ভরি ডালি দিনূ ঢালি দেবতা মোর ।

হায় নিলে না সে ফুল ছি ছি বেভুল

নিলে তুলি খোপা খুলি কুসুম ডোর

স্বপনে কি যে কয়েছি তাই গিয়াছে চলে

জাগিয়া কেদে ডাকি দেবতায়

Mor Ghum Ghore Ele Monohor Lyrics,Join Our Facebook Page

Mor Ghum Ghore Ele Monohor Lyrics,Kritodaser Nirban  Lyrics

মোর ঘুম ঘোরে কে এলে মনোহর লিরিক্স,

নমো নমো নমো নমো লিরিক্স,

শ্রাবণ মেঘে নাচে নটবর লিরিক্স,

ঝম ঝম ঝম ঝম লিরিক্স,

শিয়রে বসি চুপি চুপ চুমিলে নয়ন লিরিক্স,

প্রিয়তম প্রিয়তম প্রিয়তম লিরিক্স,

Leave a Comment