Shotto Hok Lyrics

Shotto Hok Lyrics

সত্য হোক লিরিক্স

যদি একটিবার ভাবতে পারি

আমাদের সব স্বপ্নের আড়ালে

লুকিয়ে থাকা এ পৃথিবী

যেখানে শীতার্ত রাতের শেষে

ক্ষুদার্ত শিশু একা পড়ে রয়

শুধু বেঁচে থাকার স্বপ্নে

অসীম পৃথিবীর বুকে

যার আশ্রয় কেবল নির্দয় ভূমিতে

অর্থহীন জন্মটাই যার অভিশাপ

আগন্তুক সমাপ্তির অপেক্ষায় কাটে

সবটুকু দুঃসময় নিঃশব্দ কান্নায় বহুক্ষণ

আমার ঘুমন্তবোধ যেন

তাতে অনুতপ্ত হয়

যেন ক্লান্ত হয় আমার অনিঃশেষ চাওয়া

সীমাহীন পাওয়ার অভিলাস

Shotto Hok Lyrics,

তৃপ্ত হয় অতৃপ্ত অবাধ্য শুন্যতা

জীবন্ত হয় নিষ্প্রাণ

যেন বিশুদ্ধ রোদে আবার

উষ্ণ হয় পৃথিবী

শুধু একটিবার সত্য হোক

চিরন্তন সব সত্যের বাইরে

অন্যরকম এক পৃথিবী

শ্বাশ্বত মুক্তির আলোয়

উদ্ভাসিত হোক অনন্ত আঁধার

অবরুদ্ধ হোক সব রুদ্ধ শৃখল

সব মিথ্যা শ্রেষ্ঠত্ব হোক অবনত

শান্ত হোক সব যন্ত্রণাবিদ্ধ আত্মা

অবারিত হোক নির্মল বোধ

সবুজের ওপারে হোক এক অন্য সূর্যোদয়

পৃথিবী হোক নির্ভয় আশ্রয়

পূর্ণ হোক সব নির্মহ হৃদয়

শুদ্ধ হোক আমার পৃথিবী

সমাপ্ত হোক সব অসমাপ্ত কান্না

Shotto Hok Lyrics,Join Our Facebook Page

Shotto Hok Lyrics,Joy Shotter Joy Lyrics

সত্য হোক লিরিক্স,

যদি একটিবার ভাবতে পারি লিরিক্স,

আমাদের সব স্বপ্নের আড়ালে লিরিক্স,

সত্য হোক লিরিক্স,

লুকিয়ে থাকা এ পৃথিবী লিরিক্স,

যেখানে শীতার্ত রাতের শেষে লিরিক্স,

ক্ষুদার্ত শিশু একা পড়ে রয় লিরিক্স,

সত্য হোক আমার এই প্রার্থনা লিরিক্স,

Leave a Comment