Shomadhi Shohor lyrics

          Shomadhi Shohor lyrics by Aurthohin

Title:Shomadhi Shohor
Band:Aurthohin

 
বৃদ্ধ নীলে বন্দী ঘুড়ির ডানায় লেগেছে ক্লান্ত রোদ
তোমার জন্য যুদ্ধাহত পৃথিবীময় শান্তিশ্লোক
সমাধির বাগানে সবুজ আকাশ, যুদ্ধে হারায় তোমার মুখ
অন্ধকার আর আলোর ভেতর শরীরে আজ শান্তি রোগ
এপিটাফের ঠান্ডা শরীর
চেয়ে থাকে আজ তোমার ক্লান্ত পথে
ইতিহাসের সমাধি শহর
বেঁচে থাকে আজ তোমার নোনা কবরে
স্বপ্ন সড়ক মিলেছে আবার অন্ধকারের ধ্বংসস্তুপে
তোমার স্বপ্ন যুদ্ধাহত পড়ে থাকে শহীদস্তম্ভে
সমাধির বাগানে সবুজ আকাশ, যুদ্ধে হারায় তোমার মুখ
অন্ধকার আর আলোর ভেতর শরীরে আজ শান্তি রোগ
এপিটাফের ঠান্ডা শরীর
চেয়ে থাকে আজ তোমার ক্লান্ত পথে
ইতিহাসের সমাধি শহর
বেঁচে থাকে আজ তোমার নোনা কবরে
যুদ্ধ এখন ঘুমের কোরাস
মৃত্যু এখন অলস ঘুম
তোমার চোখে বৃদ্ধ আকাশ
নিথর এখন স্তব্ধ নিঝুম
এপিটাফের ঠান্ডা শরীর
চেয়ে থাকে আজ তোমার ক্লান্ত পথে
ইতিহাসের সমাধি শহর
বেঁচে থাকে আজ তোমার নোনা কবরে
 

 

Leave a Comment