E Gaan Amar lyrics

            E Gaan Amar lyrics by Aurthohin

Title:E Gaan Amar
Band:Aurthohin

 
এ গান আমার
ক্যানভাসে আঁকা ছবি
এ গিটার আমার
হাতের রংতুলি
এ সুর আমার
ছবির তেলরং
এ কনসার্ট আমার
Painting Exhibition
এ লিড আমার
ছবি
তোমার হাসি
আমার এ গানে
এ লিরিক আমার
তিন শ’ পৃষ্ঠার উপন্যাস
এ রেকর্ডার
আমার বইয়ের কাগজ
এ নোটগুলো
আমার শব্দের ভান্ডার
এ তাল আমার
লেখা নতুন বইয়ের মলাট
এ লিড আমার
উপন্যাসের
তোমার চোখে
আমার এ গানে
এ গান আমার
কাঁচা হাতে আঁকা প্রথম এক্সপ্রেশনিজম
এ গান আমার
গুরু ব্যাকরণে লেখা সনিক প্রথম
এ গান আমার
ক্যানভাসে আঁকা কবিতা
এ গান আমার
তেলরঙে লেখা উপন্যাস
ক্যানভাসে আঁকা কোনো তোমার ছবি
(এ গান আমার) যেথায় ফুটে আছে তোমার মিষ্টি হাসি
(এ গান আমার) অনেক রাত জেগে জেগে লেখা উপন্যাস
(এ গান আমার) যেথায় খুঁজে পাই আমি তোমায় বারবার
ক্যানভাসে আঁকা কোনো তোমার ছবি
(এ গান আমার) যেথায় ফুটে আছে তোমার মিষ্টি হাসি
(এ গান আমার) অনেক রাত জেগে জেগে লেখা উপন্যাস
(এ গান আমার) যেথায় খুঁজে পাই আমি তোমায় বারবার

 

Leave a Comment