Shesh Bikel lyrics

Title:Shesh Bikel
Band:Shunno
রোদ ফুরোলে ফেরত আসা একটি দিন শেষে
চিন্তার অবসান নেই পিছুটান প্রতিটি জীবন শেষে
সময়ে আমি দিচ্ছি পাড়ি আমার কাজের ক্লান্তিতে
একটি নিঃশ্বাস, শেষ নিঃশ্বাস, আমার ছোট্ট ছোঁয়াতে
ছোঁয়াতে, ছোঁয়াতে, ছোঁয়াতে
আমি ভয়ের নামধারী
আমি শেষ বিকেলের মাঝি
ছায়া রোদে ক্লান্তির পারাপার
আমি ভয়ের নামধারী
আমি শেষ বিকেলের মাঝি
ছায়া রোদে ক্লান্তির পারাপার
কত সৃষ্টির শেষ হাসি, কত সৃষ্টির শেষ কান্না
কত সৃষ্টির আবেগ কত সৃষ্টির পাওনা
এক নিমিষেই শেষ হয়ে যায়
দৃষ্টির শেষ দৃষ্টিতে
আমি ভয়ের নামধারী
আমি শেষ বিকেলের মাঝি
ছায়া রোদে ক্লান্তির পারাপার
আমি ভয়ের নামধারী
আমি শেষ বিকেলের মাঝি
ছায়া রোদে ক্লান্তির পারাপার
আমার আত্মার নেই কোনো ভাবনা
নেই কোনো শান্তি বা তার শেষ
মৃত্যুর কেবল হবে অবসর
শুধুই আমার মৃত্যুতে
আমি ভয়ের নামধারী
আমি শেষ বিকেলের মাঝি
ছায়া রোদে ক্লান্তির পারাপার
আমি ভয়ের নামধারী
আমি শেষ বিকেলের মাঝি
ছায়া রোদে ক্লান্তির পারাপার
আমি ভয়ের নামধারী
আমি শেষ বিকেলের মাঝি
ছায়া রোদে ক্লান্তির পারাপার

Leave a Comment