Title:Keu Janena
Band:Shunno
Keu Janena lyrics
ভোরের আলোরা
কেউ জানেনা
বসন্তের বাতাসও মানেনা
যতই সময় পেরিয়ে
দেখি আমি
মন যে তোমায় ভুলেনা
তবু একা পেরিয়ে
অন্য পথে
শূন্যতায় খুঁজে ফিরি
আজ তোমাকে
ভোরের আলোরা
কেউ জানেনা
বসন্তের বাতাস মানেনা
যতই সময়ে পেরিয়ে দেখি
মন যে তোমায় ভুলেনা
মনের স্মৃতিরা
আজও মুছেনা
বিবর্ণ সময়ও মানে না
যতই সময় পেরিয়ে
দেখি আমি
মন যে আমার ভুলেনা
তবু একা পেরিয়ে
অন্য পথে
শূন্যতায় খুঁজে ফিরি
আজ তোমাকে(হে)
ভোরের আলোরা
কেউ জানেনা
বসন্তের বাতাস মানেনা
যতই সময়ে পেরিয়ে দেখি
মন যে তোমায় ভুলেনা
ভোরের আলোরা
কেউ জানেনা
বসন্তের বাতাস মানেনা