Shagor O Ekti Chele lyrics

        Shagor O Ekti Chele lyrics by Aurthohin

Title:Shagor O Ekti Chele
Band:Aurthohin

 
একটি ছেলের বুকের মাঝে লুকিয়ে ছিলো
অনেক না বলা কথা
সাগর পাড়ে বসে বসে
বালুর মাঝে আঙ্গুল দিয়ে
লিখতো সে কত কবিতা
ছিলো তার অনেক কিছুই
আবার কিছুই ছিলো না
অশ্রুভরা চোখ সারাটি রাত
বালুর মাঝে কাটাকুটি
সাথে পুরোনো কিছু স্মৃতি
সুরটা এসে বসলেই হতো গান
আকাশটা শুনতো তার সব গান
নামতো সে বৃষ্টি হয়ে
বৃষ্টি অশ্রু মিশে একাকার
যদি ছেলেটা একটু হাসে
সব মানুষের ব্যস্ত ভিড়ে
দুপুরবেলা কড়া রোদে
লিখতো ছেলেটা তবু কবিতা
বালুর মাঝে আঙ্গুল দিয়ে
ইচ্ছেগুলো ধরতো তুলে
মনের মাঝের ছোট্ট ক্যানভাস
ছিলো তার অনেক কিছুই
আবার কিছুই ছিলো না
অশ্রুভরা চোখ সারাটি দিন
কে যেন ডাকতো তাকে
সাগরের ওপাশটাতে
দিনরাত শুধু গান নিদ্রাহীন
ঝাউবনটা শুনতো তার সব গান
এত মানুষের ভিড়ে চুপটি করে
কড়া রোদে দিতো তাকে ছায়া
যদি ছেলেটা একটু হাসে
তারপর হঠাৎ একদিন
ব্যস্ত আঙ্গুল থামিয়ে দিয়ে
তাকালো সে সাগরে
ছোট্ট একটি নৌকো নিয়ে
জলরঙ্গের পাল উড়িয়ে
চললো সে অজানা পথে
যা ছিলো যা ছিলোনা
সবাই এসে সাগর পাড়ে
এখন শুধু তাকে খোঁজে
বালুর মাঝে আঙ্গুল দিয়ে
লেখা কবিতাগুলো
তারা শুধু এখন পড়ে
আকাশ আর ঝাউবন তার আশায়
এখনো থাকে বসে
মনে তাদের একটি প্রশ্ন
ছেলেটা কি এখন হাসে?

 

Leave a Comment