Notun Diner Michhile lyrics by Aurthohin
Title:Notun Diner Michhile
Band:Aurthohin
একলা ভীষণ অন্ধকারে
মনের ঘরে ওলটপালট
মেঘ করেছে আকাশজুড়ে
গানের খাতায় শব্দ জল
অলস ভাবনা তোমায় নিয়ে
যত্র তত্র উদাসীন
আমার ভেতর স্বেচ্ছাচারী
স্বপ্ন আসে রাত্রি দিন
মানুষ যারা দালান কোঠায়
মানুষ যারা গৃহহীন
সবার জন্য আমার এ গান
আমার মাঝেই হয় বিলীন
পথ হারা পথ পায় না খুঁজে
তোমার আমার ঝাপসা চোখ
থামছে নাতো বৃষ্টিটা আজ
যাচ্ছে ভেসে নিত্য শোক
স্বপ্ন ভাঙে আমার তোমার
একলা ঘরে চার দেয়ালে
স্বপ্নগুলো ঝাপসা ভীষণ
কেঁদে মরে অন্তারালে
হাতের মাঝে হাত থাকে তার
মেটে না মন চাওয়ার পাওয়ার
তবু দেখাই আকাশ পানে
ভুল শব্দের সস্তা গানে
আকাশে আমি চেয়ে থাকি
শুন্যে আমার আঁকা ঝোঁকা
ঘরের ভেতর অন্ধকারে
শরীর জুড়ে ঘুন পোকা
মানুষ যারা দালান কোঠায়
মানুষ যারা গৃহহীন
সবার জন্য আমার এ গান
আমার মাঝেই হয় বিলীন
পথ হারা পথ পায় না খুঁজে
স্বপ্নগুলো সস্তা গান
তোমার জন্য কোলাহলে
রাত্রি জাগে মোর বিরান
দুঃখ শোকের শহর তুলি
গান ধরে চেপে অন্তরে
মুখোশ মিছিল ফিরছে ঘরে
চোখ ভিজে রয় মুখোশে
অন্ধকারের দেয়াল ঘরে
যখন দুঃখ দাঁড়ায় ওঠে
বদ্ধ ঘরের শব্দগুলো
নিজের সাথে একলা হাটে
শব্দ করে নির্জনতায়
শব্দ করে কোলাহলে
আমার এ গান শুনবে কেবল
পথ হারিয়ে একলা হবে
মানুষ যারা দালান কোঠায়
মানুষ যারা গৃহহীন
সবার জন্য আমার এ গান
আমার মাঝেই হয় বিলীন
পথ হারা পথ পায় না খুঁজে
চার দেয়ালের মানুষগুলো
মধ্যরাতের অন্ধকারে
ভোরের জানালা খুলো
যখন তুমি পথ হারাবে
আলো ছায়ায় অন্ধকারে
বৃষ্টিটা হবে তোমার
মনের ভেতর একলা ঘরে
পথ হারা পথ অন্ধকারে
একলা হাঁটে খালি পায়ে
অনেক দূরের স্বপ্ন পুড়ে
মেঘের আকাশ ভেসে যায়
মেঘের মতন অনেকতা দূর
ভাসবে দুঃখ সুখের ঘুড়ি
থাকবো পরে অন্ধকারে
আলো ছায়ায় হামাগুড়ি
মানুষ যারা দালান কোঠায়
মানুষ যারা গৃহহীন
সবার জন্য আমার এ গান
আমার মাঝেই হয় বিলীন
পথ হারা পথ পায় না খুঁজে
মানুষগুলো রাত্রিদিন
তোমার জন্য আমার এ গান
যত্র তত্র উদাসীন
পথ হারিয়ে আবার যখন
ফিরবে পথে কোলাহলের
আমার এ গান পথ দেখাবে
নতুন দিনের মিছিলে
মানুষ যারা দালান কোঠায়
মানুষ যারা গৃহহীন
সবার জন্য আমার এ গান
আমার মাঝেই হয় বিলীন
আমার এই গান পথ দেখাবে
নতুন দিনের মিছিলে