Title:Shadhinotar Prantore
Band:Shunno
Band:Shunno
Shadhinotar Prantore lyrics
সভ্যতার আড়ালে লুকিয়ে থাকা কৃত্রিমতা
মিথ্যে প্রলোভনের মাঝে বেঁচে থাকা
জীবনের চলাচলে হারিয়ে যেয়েও নিজেকে
খোঁজা
নির্বাক চিৎকার দিয়ে জেগে ওঠা
ছিঁড়ে দাও এই শিকল যাব আমি নতুন মিছিলে
সরে দাঁড়াও আগামীর পথ ছেড়ে
ভেঙে ফেল এই প্রাচীর দেখব ভোরের সূর্যকে
অন্বেষণে আজ আবার স্বাধীনতার প্রান্তরে
প্রতিবন্ধী সময়ের সাথে লড়তে এসেছি আবার
আলোর প্রতিবিম্বে ভেসে উঠে মিথ্যের অনুবাদ
নির্লিপ্ত মানুষের মাঝে আজ রণাঙ্গনের রুদ্রতা
সময়ের আহ্বানে আগামীর স্রোতে ভেসে যাওয়া
চারিদিকে ধূসর আর্তনাদে ঘেরা প্রহর
আঁধারের কীটের মত একই বৃত্তে আবর্তন